Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

পার্বতীপুরে দু’তরুন প্রতিবেশির কাছে ৮ মাস পূর্বে দেড় একর জমিতে পুকুরে মাছ চাষ শুরু করে। পূর্বের শত্রæতা নাকি অন্যকিছু মনে করে দুবৃত্তরা গত সোমবার গভীর রাতে যে কোন সময় বিষক্ত রাসায়নিক দ্রব্য (বিষ) ছিটিয়ে পুকুরের প্রায় ৩০ মন মাছ মেরে নিধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গ্রামবাসিরা পুকুরপাড়ে গেলে মাছের মাছ নিধনের ঘটনাটি জানতে পারে এবং পরে শত শত গ্রামবাসী পুকুরে মরামাছ সংগ্রহ করে। পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনশ্যামপুর মৌজার রুবেল বাবু (২৮) পিতা মো. আলী ও শাহীন মন্ডল (২৮) পিতা সুলতান মন্ডল, এ দুই তরুন মিলে প্রতিবেশির কাছে ৮ মাস পূর্বে চুক্তি ভিত্তিতে মাছ চাষ শুরু করেন। পুকুরে রুই, কাতলা, মৃকা, ব্রিগেড, সিলভার কার্প, তেলাপিয়াসহ দেশিয় বিভিন্ন প্রজাতি মাছ চাষ করত। শাহিনুর মন্ডল ও রুবেল বাবু জানান, আমাদের আরো দু’একদিন সময় লাগবে দুর্বৃত্তদের নাম উদ্ধার করতে। আমাদের ক্ষয়ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। আমরা বুঝে উঠতেই পারছিনা আমাদের এধনের ক্ষতি করতে পারে কেউ। এ ঘটনায় ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই মমতাজ আলী ঘটনা স্থল পরিদর্শন করে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামসুজোহা শেখসহ বিভিন্ন স্তরের লোকজন পুকুরপাড়ে গিয়ে এ ধরনের নেককারজনক ঘটনায় তীব্র প্রতিবাদ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ