Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

পুঠিয়ায় নিখোঁজের একদিন পর দুই পায়ের রগকাটা ওহির বক্স (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দিনগত রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে স্বাসরোধ করে হত্যা নিশ্চিত করার জন্য দুই পায়ের রগ কেটে নিশংসভাবে হত্যা করতে পারে বলে এলাকাবাসীর ধারণা। মৃত ওহির বক্স উপজেলার ভালুকগাছি নওপাড়া গ্রামের মৃত আহাদ আলী ছেলে। গত সোমবার পুলিশ নওপাড়া টাইম একাডেমি কেজি স্কুলের পশ্চিম পাশের বিল থেকে ওহির বক্সের লাশ উদ্ধার করে।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম বলেন, গত রোববার বিকেলে মৃত ওহির বক্স বাড়ি থেকে নওপাড়া বাজারে আসে। এরপর রাতে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে সোমবার সকালে মৃত ওহির বক্সের বাড়ি থেকে একশ’ গজ দূরে বিলের মধ্যে এলাকাবাসী তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে রামেক হাপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ