রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক নেত্রকোনা জেলা প্রেসক্লাবকে বঙ্গবন্ধু, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ৪০টি বিভিন্ন লেখকের বই প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হল রুমে বই প্রদান অনুষ্ঠান ও ভার্চুয়াল মত বিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় তৃণমূল পর্যায়ের সাংবাদিকগণ বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে কাজ করি তা তুলে ধরেন। তারা আরও বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি এবং মানমর্যাদা রক্ষাকল্পে ওয়েজ বোর্ড অনুযায়ী মফস্বল সাংবাদিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করারও জোর দাবি জানান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে মফস্বল সাংবাদিকদের এ সকল সমস্যা সমাধানে প্রশিক্ষণ কর্মশালার আয়োজনসহ মিডিয়ার মালিক ও সম্পাদকদের সাথে কথা বলার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ভার্চুয়াল মত বিনিময়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলম, সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক ও সাংবাদিক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অ্যাড. হাবিবুর রহমান, এম ফখরুল হক, এ কে এম আব্দুল্লাহ্, এম মুখলেছুর রহমান খান, দিলওয়ার খান, আনিছুর রহমান, সুজাদুল ইসলাম ফারাস, আলপনা বেগম ও আনিসুর রহমান প্রমুখ। বই প্রদান অনুষ্ঠানে ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের পেশকার অর্জুন কুমার রায়, অফিস সহায়ক মো. জিল্লু মিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।