প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এখনো ওয়েব সিরিজে অভিনয় করেননি অভিনেত্রী মৌসুমী হামিদ। এই মাধ্যমে কাজ করার ইচ্ছে আছে তার। তবে যেমন-তেমন ওয়েব সিরিজে কাজ করতে চান না তিনি। ভাল গল্পের ওয়োব সিরিজে কাজ করবেন। তিনি বলেন, আজকাল কেউ কেউ টেলিছবিকে ওটিটিতে ফিল্ম বলে প্রচার করছে। আবার অনেক সস্তা কাজও ওয়েবে হচ্ছে। আমি ভালো কিছুর মধ্য দিয়ে শুরু করতে চাই। মৌসুমী এখন বেছে বেছে কাজ করছেন। একটা দুটো কাজের পর বিরতি দেন। বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ছোটপর্দার কাজ নিয়েই এখন আমার ব্যস্ততা। ধারাবাহিক নাটকের পাশাপাশি একক নাটকেও কাজ করছি। এরইমধ্যে সীমান্ত সজলের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছি। নাম প্রেম ও বিসর্জন। এছড়াঅভিমানী নামে একটি নাটকে অভিনয় করেছি। এদিকে মৌসুমী অভিনীত গোর ানামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। এটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত। এটি নিয়ে মৌসুমী বলেন, আমার অভিনয়ের ক্যারিয়ারের অন্যতম একটি অর্জন এ সিনেমা। গাজী রাকায়েত ভাই যতœ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। এটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে। অভিনয়ের বাইরে এই অভিনেত্রীকে দেখা গেছে উপস্থাপনায়ও। করোনার আগে অনুষ্ঠান উপস্থাপনায় নাম লেখান তিনি। ট্রাভেল বিষয়ক অনুষ্ঠানটির শুটিংয়ের জন্য তাকে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে শুটিং করতে হয়েছে। করোনার কারণে এখন এর শুটিং বন্ধ আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।