Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে বোরহানউদ্দিন ঘটনায় চার শহীদের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ৫:৩০ পিএম

ভোলায় বোরহানউদ্দিন এর ঘটনায় চার শহীদের প্রথম শাহাদাত বার্ষীকি উপলক্ষে মুসলিম ঐক্য পরিষদের দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। দোয়া মাহফিলে অনতিবিলম্বে হয়রানি মুলক মামলা প্রত্যাহার সহ মুসলিম ঐক্য পরিষদের দেয়া ছয় দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের নেতারা।
২০ অক্টোবর মঙ্গলবার, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের আহ্বানে ভোলার বোরহানউদ্দিনে হিন্দু ধর্মাবলন্বী বিপ্লব চন্দ্র শুভর ফেসবুক আইডি থেকে মহান আল্লাহ, প্রিয়নবী ও নবী কন্যা ফাতেমা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ন ও বিষোদগারের প্রতিবাদ সভায় ঘটে যাওয়া হৃদয়বিদারক রক্তাক্ত ঘটনায় চার শহীদের প্রথম শাহাদাত বার্ষীকি উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে শহীদদের স্মরনে স্মৃতিস্মারক প্রকাশ করা হয়।
আলহাজ্ব মাওলানা তৈয়বুর রহমান এর সভাপতিত্বে ভোলা সদর উপজেলার কালিনাথরায়ের বাজার হাটখোলা মসজিদে দোয়া মাহফিলে মুসলিম ঐক্য পরিষদ কর্তৃক স্মরন সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দৈনিক আজকের ভোলা সন্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন,মুসলিম ঐক্য পরিষদের সংগ্রামী সাধারন সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী, সহ-সভাপতি আলহাজ্ব মুফতী আহাম্মদ উল্লাহ, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন,সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজি,সহ-সন্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম,কার্যকরী সদস্য মাওলানা আব্দুল লতিফ,কার্যকরী সদস্য মুহাদ্দিস আমিনুল হক নোমানী প্রমুখ
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আমীর হোসেন।
সভায় বক্তাগন শহীদ গনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনতিবিলম্বে হয়রানি মুলক মামলা প্রত্যাহার সহ মুসলিম ঐক্য পরিষদের দেয়া ছয় দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান, নতুবা যে কোনো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সভায় হাজার হাজার তৌহিদি জনতা অংশ গ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ