বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আবারো উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামসহ একই অফিসের পরিছন্ন কর্মী নয়ন সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় পৌর শহরের বন্দর বাজারে এ ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে অফিস স্টাফ ও স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এ প্রসঙ্গে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, আমি ব্যক্তিগত মোবাইল ফোন মেরামত করতে পৌর শহরে বন্দর বাজারে রঞ্জনের দোকানে বসে ছিলাম। এ সময় অতর্কিতভাবে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। খবর পেয়ে কৃষি কর্মকর্তাসহ তার লোকজন ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে। সাদেকুল বলেন, ঘটনার সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে ফোন দেওয়ার পরেও সময় মত ঘটনা স্থলে পৌছায়নি। এমন অভিযোগ করলেন তিনি পুলিশের বিরুদ্ধে।
পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঘটনার সাথে পৌর শহরে ভান্ডারা গ্রামের আবুল কালাম অরফে কালু কসাইয়ের বখাটে ছেলে লেমন (৩৫) জড়িত ছিল। কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, পূর্বের জের ধরে ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, গত ২৭ জুলাই পৌর শহরে বন্দর চৌরাস্তা মোড়ে একই অফিসের কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রায়ের উপর হামলা করেছিল সন্ত্রাসীরা। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে লেমনের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। এ মামলার স্বাক্ষী দেয়ায় সাদেকুল ইসলামের উপর হামলা চালিয়েছে আসামি লেমন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।