পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসা পরিচালনা পর্ষদ তথা গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটিতে একই ব্যক্তিকে একাধিকবার না রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির পক্ষ থেকে এই পদে এক টার্মের বেশি না রাখার জন্য ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির নিকট আইন করার দাবি জানানো হয়।
গতকাল রোববার ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ আতিকুর রহমান টুলু এক যুক্ত বিবৃতিতে বলেন, একই ব্যক্তি বারে বারে একই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটিতে মনোনীত বা নির্বাচিত হলে সংশ্লিষ্ট স্কুল-কলেজটি অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের আখড়ায় পরিণত হয়। ফলে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়ন ব্যহত হয়। গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির নির্বাচনের বিধিমালায় এ বিষয়টি উল্লেখ না থাকার কারণে কোন কোন স্কুল-কলেজ-মাদরাসার অধ্যক্ষ বা প্রধান শিক্ষক অনিয়ম- দুর্নীতি ও নিজের পদ-পদবী আকড়ে রাখার জন্য বশংবদ ব্যক্তিদের নিয়ে গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটি গঠন করেন। ফলে প্রতিষ্ঠানটিতে আর্থিক অনিয়ম ও লুটপাট হয়, শিক্ষার পরিবেশ বিঘিœত হয় এবং উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়।
নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, রাজধানীর নামকরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডিতে ২০০৯ সাল থেকে দীর্ঘ ১২ বছর যাবৎ একই ব্যক্তি রয়েছেন। সভাপতি পদেও একই ব্যক্তি একাধিকবার রয়েছেন। কিন্তু বন্ধ হচ্ছে না এ শিক্ষা প্রতিষ্ঠানটির অনিয়ম-দুর্নীতি, অবৈধ ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও কোচিং বাণিজ্য। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা শিক্ষার্থীর ভর্তি নীতিমালা, শিক্ষকের কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা এবং এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগ করা অনেক ক্ষেত্রেই মেনে চলা হচ্ছে না।
এখন আইন প্রণয়ন করে বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসার পরিচালনা পর্ষদের জন্য একই ব্যক্তি একাধিকবার সভাপতি পদ-সহ অন্যান্য পদে যাতে নির্বাচিত/ মনোনীত হতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান এই অভিভাবক সংগঠন। ###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।