Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কবিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ, শিক্ষক কারাগারে

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ৭:১৪ পিএম

শিক্ষার্থীদের উপবৃত্তি ও বিদ্যালয় উন্নয়নসহ বিভিন্ন তহবিলের ৫২লাখ ৯৫হাজার ৮৭৫টাকা আত্মসাতের মামলায় নূর আলম (৪৩) নামের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। এরআগে তার বিরুদ্ধে সমন জারি হওয়ার পর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে ওই শিক্ষক।

রবিবার বিকালে চিফ জুডিসিয়াল ম্যােিজস্ট্রট আদালতের ৪নং আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনীতা গুহু এ আদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত নূর আলম জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের ওজি উল্যাহ পাটোয়ারীর ছেলে। তিনি কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বাদী পক্ষের আইনজীবী এড. কাউসার মিয়াজী জানান, ২০১৭ সালে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রকে তার মাইজদীস্থ বাসায় এনে বলৎকার করে প্রধান শিক্ষক নূর আলম। ঘটনায় ওই ছাত্র কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করে। পরে এ ঘটনায় বিদ্যালয় কমিটি ২০১৮ সালের ৭ এপ্রিল নূর আলমকে প্রধান শিক্ষক পদ থেকে সাময়িক ও ওই বছরের ২৩ ডিসেম্বর শিক্ষা বোর্ড থেকে তাকে চুড়ান্তভাবে বহিষ্কার করে। বলৎকারের ঘটনায় গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ২০১৯সালের ২০ ফেব্রুয়ারি নূর আলমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করার পর নূর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে সে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ওই ঘটনায় ৬ মাস কারাভোগের পর ২৮আগস্ট জামিন পায় নূর আলম। ওই মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, ২০১৯সালের ১৬জানুয়ারি নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ চন্দ্র ভৌমিক বাদী হয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি ও বিদ্যালয় উন্নয়ন’সহ বিভিন্ন তহবিলের ৫২লাখ ৯৫হাজার ৮৭৫টাকা আত্মসাতের অভিযোগে আদালতে নূর আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই উপ-পরিদর্শক আমিনুল ইসলাম মীরকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে পিবিআই কর্মকর্তা নূর আলমের বিরুদ্ধে উপবৃত্তির ৫৬হাজার ৬২৫টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ মামলায় আদালতে সরজমিনে হাজির হওয়ার জন্য নূর আলমের বিরুদ্ধে সমন জারি করেন। রবিবার দুপুরে বহিষ্কৃত প্রধান শিক্ষক নূর আলম চিফ জুডিসিয়াল ম্যােিজস্ট্রট আদালতের ৪নং আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নবনীতা গুহু শুনানি শেষে নূর আলমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ