Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে আইএস বলে কোনো কিছু নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘দেশে আইএস বলে কোনো কিছু নেই। দেশীয় জেএমপি, হুজি, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই নিজেদের আইএস বলে দাবি করছে। সারাদেশের জনতা যখন আজ ঘুড়ে দাঁড়িয়েছে। সে কারণে জঙ্গিবাদ দমনে আমরা সফল হবোই।’
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে সাঘাটা থানার নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও জঙ্গি বিরোধী সুধী সমাবেশে থানা চত্তরে আজ রোববার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সারাদেশের মানুষ জঙ্গি বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছেন। দেশের স্কুল-কলেজের পাশাপাশি মাদরাসা ছাত্র-ছাত্রীরাও এখন জঙ্গি প্রতিরোধে রাস্তায় নেমেছে। সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদ দমনে দেশের সকল বাহিনীর সদস্যসহ সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। ইতোমধ্যে অনেক জঙ্গি আত্মসমর্পণের মাধ্যমে ভালো পথে আসার চেষ্টা করছে। সকলে ঐক্যবদ্ধ থাকলে দেশে জঙ্গিবাদ উত্থান হতে পারবে না। ফলে দেশে আর কোন জঙ্গি থাকবে না।’
মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার জন্য দেশের জনতা যেভাবে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে। ঠিক সেভাবে জনগনকে সঙ্গে নিয়ে দেশ থেকে সকল জঙ্গিবাদের পতন করতে হবে।’
জঙ্গি দমনে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে বেশি ভূমিকা পালনে আহবান জানান তিনি।
সমাবেশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে গাইবান্ধার চর এলাকার কিছু লোকের জন্য বদনাম আছে, যে এখানে জঙ্গি তৈরি হয়। কিন্তু গাইবান্ধার কোন জঙ্গি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতির মাধ্যমে জঙ্গিবাদের উৎখাত করা হবে।’
গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আর বক্তব্য রাখেন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ.কে.এম. শহীদুল হক, রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, গাইবান্ধা জেলা প্রশাসক আবদুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবু বকর সিদ্দিক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ