বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়া পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও ম্যাব মহাসচিব শামিম আল রাজিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার সিংড়ায় হরতাল ও অবরোধের সময় পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান ও নাশকতার ঘটনা নিয়ে মামলায় তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে সরকার বিরোধী হরতাল চলাকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিবহনে হামলা, ভাঙচুর ও পুলিশকে মারপিটের ঘটনা ঘটে।
পরে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বাদী হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান ও মারপিটের অভিযোগে থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হোসেনকে প্রধান আসামি করে ও পরিবহন মালিক জনৈক রায়হান আলী বাদী হয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগে সিংড়া থানায় ২৮ জনকে আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করে।
পরবর্তীতে সম্পূরক চার্জশিটে সাবেক মেয়র শামিম আল রাজির নাম অন্তর্ভুক্ত করা হয়। এই মামলায় তিনি আজ রোববার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
সিংড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, মেয়র শামিম আল রাজিকে দুটি মামলায়ই রাজনৈতিকভাবে আসামি করা হয়েছে। কারণ তিনি ঘটনার দিন সিংড়ার বাহিরে অবস্থান করছিলেন। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।