Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়ার মেঘনা কার্গো জাহাজ ডুবি

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

হাতিয়া উপজেলা সংবাদদাতা : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে কার্গো জাহাজ ডুবে গেছে। রোববার বেলা ১০টার দিকে কেরিং চরের পূর্বপাশে এই দুর্ঘটনা ঘটে বলে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের আইসি নুরুল ইসলাম জানান। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কার্গো জাহাজটি মেঘনা নদীতে ডুবে যায়। কার্গোটিতে ১৪ ছিলেন জানিয়ে নুরুল ইসলাম বলেন, ওই এলাকায় থাকা কালাম-৭ নামের একটি কার্গো জাহাজ স্থানীয় জেলেদের সহায়তায় তাদের উদ্ধার করেছে বলে ওই জাহাজের মাস্টার জানিয়েছেন। কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, দুর্ঘটনাস্থলে নদীর স্রোত বেশি। এ কারণে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ