Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত থেকে আসা হাতিটিকে ফের চেতনা নাশক ওষুধ প্রয়োগ

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

জামালপুর জেলা সংবাদদাতা : ভারত থেকে আসা সেই হাতিটিকে ট্রাঙ্কুইলাইজারগানের মাধ্যমে ফের চেতনা নাশক ওষুধ প্রয়োগ করা হয়েছে। আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে হাতিটিকে চেতনা নাশক ওষুধ প্রয়োগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাতটার দিকে হাতিটি জামালপুরের সরিষাবাড়ির কয়ড়া গ্রামের জলাশয় থেকে ডাঙায় ওঠে। পরে হাতিটিকে চেতনা নাশক ওষুধ প্রয়োগ করা হয়। চেতনা নাশক ওষুধ প্রয়োগের পর হাতিটি কয়ড়া গ্রামের খোলা প্রান্তরে ছুটোছুটি শুরু করে।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা অসীম মল্লিক জানান, হাতিটিকে রোববার ফের চেতনা নাশক ওষুধ প্রয়োগ করা হয়েছে। কিন্তু মাত্রা কম হওয়ায় হাতিটির অচেতন হতে বিলম্ব হচ্ছে। প্রয়োজনে আবার চেতনা নাশক ওষুধ প্রয়োগ করা হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ