Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়হান হত্যার প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা ও বিক্ষোভ সমাবেশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৯:৫৬ পিএম

সিলেটে পুলিশি নির্যাতনের শিকার হয়ে নিহত রায়হানের হত্যাকারিদের দ্রুত গ্রেফতার ও দেশে নারী নির্যাতন ধর্ষণ সহ আইন শৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে আজ শুক্রবার মুক্তিযোদ্ধা চত্ত্বর কদমতলী পয়েন্টে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষের জানমাল ইজ্জত আব্রুর কোনো নিরাপত্তা নেই। কোনো মা জানেনা তার ছেলে জীবিত ঘরে ফিরবে কিনা। বাবা জানেনা তার মেয়ের ইজ্জত হেফাজত করতে পারবেন কিনা। বক্তারা বলেন, সিলেটে অমানবিক নির্যাতনের মাধ্যমে রায়হানকে যে হত্যা করা হয়েছে এটা কোনো স্বাধীন দেশের চিত্র হতে পারেনা। তার হত্যা কারিদেও অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারকরা হোক। অন্যথায় এসব অনাচারের বিরুদ্ধে দেশের মানুষ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর এর সভাপতি আলহাজ্ব নজির আহমদ এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনবাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ডা মোয়াজ্জেম হোসেন খান, জেলা সভাপতি মুফতি সাইদ আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি তাজুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, ডাঃ রিয়াজুল ইসলাম, সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইশাছাত্র আন্দোলন কেন্দ্রীয়শুরাসদস্য আবুতাহেরমিসবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি শিহাব উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাঈল আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ