Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে শ্বাসরুদ্ধ করে এক গৃহবধূকে হত্যা : লাপাত্তা স্বামী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৯:৩১ পিএম

ফাতেমা বেগম নামের এক গৃহবধূকে সিলেটের কানাইঘাটে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর আগফৌদ গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী। বৃহস্পতিবার রাত ১১ টার পর কোন এক সময়ে সংঘটিত এ হত্যাকান্ড। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, হত্যার সাথে ফাতেমার স্বামী মহরম আলী (২৭) ছাড়া আর কেউ জড়িত রয়েছে কিনা এবং কি কারনে হত্যা করা হয়েছে তাকে এনিয়ে তদন্ত চলছে।

জানা গেছে, উপজেলার কালীনগর আগফৌদ গ্রামের আব্দুল খালিকের মেয়ে ফাতেমা বেগমের সাথে একই গ্রামের জলাল উদ্দিনের পূত্র মামাতো ভাই মরম আলীর সাথে বিয়ে হয় বছর দিন পূর্বে। বিয়ের পর থেকে বাড়িতে আলাদা একটি পাকা ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন মরম আলী। কিন্তু প্রায় সময় ঝগড়াঝাটি লেগে থাকতো তাদের মধ্যে । অনেকবার সামাজিকভাবে স্বামী-স্ত্রীর ঝগড়া মিমাংসা করা হয় বলে সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক জানান।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান তারা । শুক্রবার সকালে মরম আলীর বাড়ির কয়েকজন মহিলা যান ফাতেমার বাবার বাড়িতে। তার মায়ের কাছে জানান, তার মেয়ে না-কি অসুস্থ। ঘরের দরজায় ডাকাডাকি করলে স্বামী-স্ত্রীর কোন সাড়া-শব্দ নেই। পরে দরজা খুলে দেখা যায়, ঘরের মেঝেতে ফাতেমার রক্তাক্ত লাশ। কিন্তুঘরে নেই স্বামী মরম আলী। খবর পেয়ে শুক্রবার সকাল ৯টার দিকে কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনাস্থলে যান। বেলা ২টার দিকে হত্যাকান্ডের আলামত সংগ্রহ করার জন্য সিআইডির একটি দল ঘটনাস্থলে যেয়ে লাশের প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরী সহ জব্দ করেন বেশ কিছু আলামত।

কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা পিপিএম স্থানীয় সাংবাদিকদের জানান, নিহতের ডান চোখের নিচে, বাম চোখের পাশে, গলা ও নখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাতেমা বেগমকে তার স্বামী মহরম আলী গলা কেটে হত্যা করেছে বলে প্রচার করা হচ্ছে তা একেবারে সত্য নয়। কোন কিছু সঠিকভাবে জানার আগে গুজব ছড়ানো ঠিক নয় বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ