বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘‘নায়ক গেছে, জুয়াড়ী এসেছে সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে’’ শিরোনামে দৈনিক ইনকিলাব এর অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ হওয়ার পর, পদে থাকতে পারলেন না সেই এস আই শাহিন মিয়া। কর্তৃপক্ষ আজ বদলি করে তাকে পাঠিয়েন এয়ারপোর্ট থানায়। খবর প্রকাশের পরই নিয়ে শুরু হয় তোলপাড়। এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে ওই ফাঁড়ির এএসআই হাসান ইনচার্জের দায়িত্ব পালন করবেন। গত ১১ অক্টোবর রায়হান খুনের ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর হোসেন ভুইয়াকে বরখাস্ত করা হয়েছিল। এরপর আকবরের কুকৃর্তি নিয়ে সরব হয়ে উঠে গণমাধ্যম। বাড়তে থাকে জনরোষ। বরখাস্তের পরও ফাঁড়ির দায়িত্ব নিতে শুরু হয় দৌড়ঝাঁপ। সেখানে লবিং ও অর্থের জোরে এস আই শাহিন জায়গা করে নেন অনেকটা নিরবে বন্দর বাজার ফাঁড়িতে। সেই নিয়োগের নৈপথ্য কারিঘর ছিলেন এসআই (আরও) খাইরুল বলে জানিয়েছে একাধিক সূত্র। অযোগ্য ও দূনীতিবাজ পুলিশ কর্মকর্তাদের পছন্দের পোষ্টিংয়ে তার হাতই নির্ভরতা। তার প্রমান এস আই শাহিনের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে আগমন। স্পর্শকতার একটি ঘটনার পরও পুলিশের ভার্বমূতি রক্ষার বদলে নতুন এহেন ঘটনার জন্মদানে এস আই খাইরুলকে নিয়েও চলছে আলোচনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।