Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনবাগে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৯:০২ পিএম

সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আবু সুফিয়ান (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে কাজীরখিল গ্রামের উম্মাদ আলী হাজী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আবু সুফিয়ান ওই বাড়ীর নুরুল হুদার ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাকের হোসেন জানান, দুপুরে বাড়ীর পুকুরে গোসল করতে যায় আবু সুফিয়ান। দুপুর ফেরিয়ে গেলেও সে আর ঘরে ফিরে আসেনি। পরে তার বাবা নুরুল হুদা পুকুরের পাশের একটি খেতের মধ্যে মানুষের পা দেখতে পেয়ে বাড়ীর লোকজনের সহযোগিতায় উদ্ধার করে দেখেন সুফিয়ানের লাশ। নিহত সুফিয়ান এপিলেপসির বা মৃগী রোগী ছিলেন তাই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে পরিবার থেকে নিশ্চিত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ