Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘারপাড়ার নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৮:৩৩ পিএম

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদীর পাড় থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর খাজুরা বাজার ব্রীজের নীচ থেকে লাশটি উদ্ধার করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ জামাল আল নাসের ও বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত খাইরুল ইসলাম (৪৫) সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় নদী থেকে লাশটি উপরে তোলা হয়। তাৎক্ষনিক লাশের পরিচয় পাওয়া যায়নি।

নিহতের ছেলে রায়হান জানান, তার পিতা একজন গ্রাম্য হোমিও ডাক্তার। কিছুদিন হলো তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার সকালে তার পিতা বাড়ী থেকে বের হলেও পরে ফিরে আসেননি। পরে অনেকস্থানে তার খোঁজ নিয়েও পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় চিত্রা নদী থেকে তার পিতার ভাসমান লাশ পুলিশ উদ্ধার করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান, উদ্ধারের পর লাশের মাথায় আঘাতের চিহৃ পাওয়া গেছে। তবে আঘাতটি কিসের তা এখনো জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ