Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে করোনায় আক্রান্ত ৪০, মৃত্যু নেই

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ৭:২১ পিএম

গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। একই সময়ে আরও ৫৬ জন সুস্থ হয়েছেন। তবে এ সময়ে মৃত্যুর ঘটনা ঘটেনি কারো। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন প্রদত্ত তথ্যানুযায়ী, বিভাগে নতুন শনাক্ত ৪০ জন রোগীর মধ্যে সিলেট ২৬ ও সুনামগঞ্জে ২ জন। বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ৪ ও মৌলভীবাজার ১জন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপালাতে চিকিৎসাধীন আরও ৭ জনের শরীরে শনাক্ত করা হয়েছে করোনার উপস্থিতি। একই সময়ে সুস্থ হওয়া ৫৬ রোগীর মধ্যে একদিনে সর্বাধিক সুস্থ হয়েছেন ৩৫ জন সিলেটে। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ২০ জন রোগী। ওই সময়ে হবিগঞ্জে কোনো রোগী সুস্থ হয়নি, তবে সুনামগঞ্জ সুস্থ হয়েছেন একজন। বিভাগে বর্তমানে করোনা সনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ১৪৯ জন। এর মধ্যে সিলেট অর্ধেকেরও বেশি ৭ হাজার ২৪৫, এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৭৪ , হবিগঞ্জে ১ হাজার ৭৮২ ও মৌলভীবাজারে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ