Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যাত্রাবাড়ি-ফুলবাড়িয়ায় অবৈধ দোকান উচ্ছেদ ডিএসসিসির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় ফুলবাড়িয়া মার্কেট হতে বঙ্গবাজারের কোণায় অবস্থিত ফায়ার সার্ভিস পর্যন্ত রাস্তা দখল করে থাকা অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।

গতকাল করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালান। এছাড়া কর্পোরেশনের ৪টি ভ্রাম্যমাণ আদালত অবৈধ ক্যাবল সংযোগ অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত যাত্রাবাড়ী পার্কের সামনের পাকা রাস্তায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। এ সময় রাস্তার উপর গড়ে ওঠা ১২টি অস্থায়ী টং দোকান উচ্ছেদ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ১৫ নং ওয়ার্ডের সাত মসজিদ রোডে অবৈধ ক্যাবল অপসারণ করেন। এ সময় তিনি প্রায় ৪০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন। একই সময়ে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বংশাল চৌরাস্তা হতে বংশাল নতুন রাস্তা পর্যন্ত প্রায় ৫০০ মিটার অংশে অবস্থিত ইলেকট্রিক পোল হতে অবৈধ কেবল অপসারণ করেন। এ সময় সরকারি কাজে বাধাদান করায় এক ব্যক্তির কাছ হতে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানের ফলে সৃষ্ট ক্যাবল বর্জ্যের পরিমাণ প্রায় ১ ট্রাক। আজও ভ্রাম্যমাণ আদালতগুলো যথারীতি অভিযান পরিচালনা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসসিসি

২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ