Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপি মাহফুজুর রহমানের নথিপত্র তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম


স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-৩ আসন থেকে নির্বাচিত সরকারদলীয় এমপি মাহফুজুর রহমানের নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থার সহকারি পরিচালক মো. শফিউল্লাহ নথিপত্র তলব করেন। মাহফুজুর রহমান ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ রনন এবং বিজয়ী হন। বর্তমানে তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য। দুদকের কাছে এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে যে, মাহফুজুর রহমান ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও ১০ থেকে ২০ শতাংশ হারে ঘুষ নিয়ে ঠিকাদার নিয়োগসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগটি আমলে নিয়ে গত ৬ অক্টোবর কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সংস্থার পরিচালক কাজী শফিকুল আলমকে অনুসন্ধানটি তদারকীর দায়িত্ব দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নথিপত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ