বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিতৃহত্যার বিচার চেয়ে মাঠে নেমেছে অবুঝ শিশু কন্যা আলফা। মাত্র দুই মাস ১৪ দিন বয়স তার। কিন্তু সে হারিয়েছে পুলিশী নির্মমতায় তার বাবাকে। এঘটনায় তোলপাড়া হচ্ছে বিশ্ব। আন্দোলন সংগ্রামে কাঁপছে সিলেটের অলিগলি। তারই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) এসআই আকবরকে গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে সিলেট প্রশাসক বরাবরে। সে স্মারকলিপি প্রদানে শরিক হয়েছিলেন রায়হানের একমাত্র কন্যা রাহনুমা আক্তার আলফাও। দাদু সালমা বেগমের কোল চড়ে এসেছিল সে। সময়ের প্রতিবাদী ঘটনার ইতিহাস এখন আলিফা। অপলক চোখে কেবল তাকিয়েছিল সে। মায়াবী চেয়ারা নজর কেড়েছে উপস্থিত সকলের। বুঝে না সে কি হচ্ছে, কি হয়েছে। কিন্তু যখন বুঝবে, তখন বুকে ধারন করবে তার বাবা হতার নির্মমতা। ঘৃণা, ধিক্কারে ছেঁয়ে যাবে তার নিজস্ব দুনিয়া। বাবাকে সে পাবে না, কিন্তু বাবার অভাবে তার চোখে ভাসবে হায়েনাদের আনাগোনা। সে হায়েনাদের সুষ্ট বিচার হলে, আস্থা, নির্ভরতায় কিছুটাও হলে শ^ান্তনা পাবে সে। কিন্তু এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত এসআই আকবর। লাপাত্তা সে। সেকারনেই ক্ষুব্ধ গোটা সিলেটবাসী। ঘরে বসে নেই প্রতিবাদী মানুষ। তাদের সাথে একাতœতার প্রতীক এখন আলফা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।