Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার প্রস্তুত -নির্বাচন কমিশনার শাহদাত হোসেন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৩:৫৫ পিএম

নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন বিগ্রেডিয়ার জেনারেল শাহদাত হোসেন চৌধুরী (অব.) বলেছেন,দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন এবং আইনানুগ করার জন্য নির্বাচন কশিনার প্রস্তুত। তিনি আরো বলেন এখানে সরকারী দলের কোন প্রভাব থাকবে না, আমি নৌকা ও ধানের শীর্ষের প্রার্থীর সাথে আলোচনা করে বুজতে পারলাম তাদের মধ্যে সোহদ্যভাব রয়েছে। তিনি আজ বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে উপজেলার নির্বাচনের প্রার্থীদের মধ্যে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কুমিল্লা জেলা প্রসাশক আবুল ফজল মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অশোক কুমার দেবনাথ, অতিরিক্ত সচিব বাংলাদেশ নির্বাচন কমিশনার সচিবালয়, ফরহাদ আহমেদ খাঁন, যুগ্ম সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম) পুলিশ সুপার কুমিল্লা, মোঃ দুলাল তালুকদার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা অঞ্চল কুমিল্লা, আব্দুল্লাহ আল ফারুকি ভারপ্রাপ্ত অধিনায়ক কুমিল্লা বডার গার্ড ব্যাটেলিয়ান, মোঃ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার কুমিল্লা ও রির্টানিং অফিসার, দাউদকান্দি নির্বাহী অফিসার কামরুল ইসলাম খাঁন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ