পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থনে মুক্তিযোদ্বা ও মুক্তিযোদ্বার সন্তানরা দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন এবং বাসায় বাসায় গিয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। গতকাল যাত্রাবাড়ী, ভাংগাপ্রেসসহ বিভিন্ন এলাকায় নৌকার ভোট চান মুক্তিযোদ্ধারা। এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কে এম মোজ্জামেল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, কুয়েত আওয়ামী লীগের সভাপতি মোঃ ছাদেক হোসেন, মুক্তিযোদ্ধা মহিলা কমান্ডের সভাপতি পারভীন রশীদ, ঢাকা মহানগরের সাবেক গোলাম হোসন, ডেমরার সাবেক কমান্ডার নাছির, শ্যামপুরের কমান্ডার শামসুজ্জামান বাবুল, আমরা মুক্তিযোদ্বার সন্তান সংগঠনের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্বপাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রেসিডিয়াম মেম্বার মোঃ আলমগীর, ঢাকা মহানগরের মোমেন, সালাউদ্দিন, মিলন রাসেল প্রমুখ।
৬৩ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালায় আওয়ামী লীগ ও যুবলীগ। এতে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক মিরাজ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, হারুন উর রশীদ, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন মিয়া, মুরসালিন আহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, ইব্রাহীম খলিল মারুফ, সম্পাদকমন্ডলীর সদস্য আরমান হক বাবু, এমদাদুল হক, হাজী মোক্তার, ওমর শরীফ পলাশ, রিয়াজউদ্দিন ফালানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে শহীদ হাফিজুর রহমান ওলী স্কুলে ৬৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভার সভাপতিত্ব করেন ৬৩নং কাউন্সিলর শফিকুল ইসলাম দিলু।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক মিরাজ হোসেন বলেন, নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর সৈনিক। অস্ত্র হাতে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছেন তাই তারমত একজন ভালো মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, আগামী ১৭ তারিখ আওয়ামী লীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পরিবার আত্মীয়স্বজন প্রতিবেশী সহ পরিচিত সকলকে সকালে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করে নৌকাকে জয়যুক্ত করাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।