Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের পুরোনো মেজাজে ঝড় তুললেন মালাইকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ৮:৪২ পিএম

মালাইকা অরোরা, যার নাম শুনলেই সব পুরুষ হৃদয়ে শুরু হয় হৃদস্পন্দন। ঝড় উঠে যায় তার উষ্ণ আহ্বানে। আর তিনি যখন শরীরী অঙ্গভঙ্গিতে মঞ্চ মাতান তখন তো সেই ভিডিও ভাইরাল হওয়ারই কথা। হলোও তাই।

ক’দিন আগেই মহামারি করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন মালাইকা। এখন সম্পূর্ণ সুস্থ। সুস্থ হয়েই ফের পুরনো মেজাজে ফিরলেন তিনি। ফিরে আসা মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতার ঝড় তুললেন বলিউডের এই নায়িকা। তবে নতুন কি করেছেন সেটাই এখন জানার বিষয়।

একটি জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক তিনি। সেখানে এসেই আরেক বিচারক টেরেন্সের সাথে স্টেজে উঠে উত্তাল নাচ তার। তাও সে কোনো সাধারণ নাচ নয়, বাঁশের ফাঁকে পা দিয়ে লোকনাচে ঝড় তুলেন। মধুমতী ছবির বিছুয়া গানের সাথেই উত্তাল নাচ।

গানও যেমন থামছিল না তেমনই আবার মালাইকার নাচও। গানের তালে তালে নাচে মত্ত হয়ে যেন ভুলেই গিয়েছিলেন যে, তিনি কোনো প্রতিযোগী নয় বরং একজন বিচারক।

জনপ্রিয় এ অভিনেত্রীর সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতেই তাতে বিভিন্নরকম মন্তব্য করতে থাকেন নেটিজেনরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ