Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিলেট রায়হান হত্যার হোতা এসআই রায়হানের অপরাধ তদন্তে পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ৭:৪৩ পিএম

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক (সদ্য বরখাস্তকৃত) ইনচার্জ এস.আই আকবরের সকল ‘অপরাধ’ বিষয়ে তদন্ত করতে স্বররাষ্ট্রমন্ত্রণালয়ে ডিও লেটার (চাহিদাপত্র) পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মুমিন। বুধবার (১৪ অক্টোবর) মন্ত্রী এ পত্র পাঠান। ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে (আকবরের) বিষয়টি সিলেটবাসী তথা সিলেটের সংসদ সদস্য হিসেবে আমাকে খুবই বিব্রত ও মর্মাহত করেছে। আপনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিশ্চয়ই অবগত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের শ্রোতে এগিয়ে যাচ্ছে, তখন এরকম সংবাদ (পুলিশের অপরাধ বিষয়) জনমনে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন করে। প্রকাশিত খবরের (আকবরের অপরাধের) বিষয়টি গুরুত্বের সহিত পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আমি আশাবাদ ব্যক্ত করছি। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরােধ করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ