Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেরপুরে মৃগী নদীতে নিখোঁজের ২৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ৭:৩৯ পিএম

শেরপুরে মৃগী নদীতে পড়ে নিখোঁজের ২৬ ঘন্টা পর হেনা আক্তার (৭) নামে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ অক্টোবর বুধবার দুপুরে শহরের মোবারকপুর এলাকার মৃগী নদী থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। শিশু হেনা শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার আব্দুল হাইয়ের কন্যা।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে মৃগী নদীতে অন্য শিশুর সাথে খেলতে যায় হেনা। খেলতে খেলতে দুই শিশুই পানিতে হঠাৎ পড়ে যায়। হেনার মা লাভলী বেগম দৌড়ে এসে অন্য শিশুটিকে তুলতে পারলেও ততক্ষণে পানিতে ডুবে যায় হেনা। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও শিশুর সন্ধান না পেয়ে সেদিনের মতো উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করে। পরে বুধবার বেলা ১২টার দিকে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুর লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ