Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওজন কমিয়ে নতুন রূপে দেখা দিলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ৭:৩৭ পিএম

‘থালাইভি’ ছবির জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা রানাউত। সেই ওজন আবার কমিয়ে সবাইকে চমকে দিলেন বলিউডের এই নায়িকা।

বলিউডের জনপ্রিয় এই নায়িকা যোগ করার একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে ক্যাপশনে লিখেছেন, থালাইভির জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলাম আমি। এবার আবার আগের চেহারায় ফিরে যাওয়ার কাছাকাছি পৌঁছে গেছি।

কঙ্গনা ছবিটির জন্য ওজন বাড়িয়ে ৫৪ কেজি থেকে ৭০.২ করেছিলেন। এতে করে অন্য সবার মতো তার ফিটনেস ট্রেনারও অবাক হয়েছিলেন।

আমরা সাধারণ মানুষ ওজন কমাতে বা বাড়াতে হলে একটু বেশিই চিন্তিত হয়ে পড়ি। কিন্তু তারকাদের কাছে এই বিষয়টা নিমিত্ত মাত্র। তাদের কাছে ওজন বাড়ানো বা কমানো যেন কোনো ব্যাপারই নয়।

ডায়েটেশিয়ানদের পরামর্শ অনুযায়ী খাওয়া-দাওয়া আর জিমের ট্রেনারের কথা মতো চলেই দিব্যি ওজন প্রয়োজনমত বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেমন কঙ্গনা রানাউত করে দেখালেন।

‘থালাইভি’র পর ‘ধাকড়’ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন কঙ্গনা রানাউত। নতুন এ ছবিতে আরও ফিট লুকে দেখা যাবে তাকে। তবে এর কয়েক মাস আগে ‘থালাইভি’ ছবির জন্য ইন্ডিয়ান লুকের একটি ছবি পোস্ট করেছিলেন বলিউডের এই কুইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ