Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাঙ্গামাটিতে সেনা-ইউপিডিএফ সন্ত্রাসীদের গোলাগুলিতে ২জন নিহত, আহত ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১০:৪৪ পিএম | আপডেট : ৪:৩৬ এএম, ১৪ অক্টোবর, ২০২০

রাঙ্গামাটিতে সেনাটহলে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)’র সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।সেনাটহলে জেএসএস সন্ত্রাসীরা অতর্কিতে গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করে।এতে দুই ইউপিডিএফ সন্ত্রাসী নিহত ও এক সেনাবাহিনী সদস্য আহত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৫টায় জেলার সদর উপজেলার বুড়িঘাট এলাকায় এ ঘটনা ঘঘটে। এঘঘটনায় সেণাবাহিনী তল্লাশী চালিয়ে একটি একে ২২ বোর অটোমেটিক রাইফেল উদ্ধার করে।তল্লাশী এখনও অব্যাহত রয়েছে। সূত্র জানায়, রাঙ্গামাটি জোনের একটি টহল দল রউফ টিলা এলাকায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)’র সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য একটি অভিযান পরিচালনা করে। সেনাটহলের উপস্থিতি বুঝতে পেরে চাঁদাবাজদের সাহায্যকারী আরেকটি সশস্ত্র সন্ত্রাসীদল সেনাটহলের উপর হামলা করে।সেনাবাহিনী তা প্রতিরোধে গুলি করলে দু’সন্ত্রাসী নিহত হয় এবং সৈনিক শাহাবুদ্দিন বাম কাধে গুলিবিদ্ধ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ