বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দীর্ঘদিন ধরে চলা গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় শুরু হওয়া এ সংঘর্ষে ঘটনাস্থলেই নূর মোহাম্মদ নাম একজন নিহত হয়। উভয়পক্ষের আহতদের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। এ ঘটনায় নিহতের আত্মীয় স্বজন প্রতিপক্ষের ৬ জনকে আটক করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
এলাকাবাসি আহতদের সূত্রে জানা যায়, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের দিল হক ও নূর জালালের লোকজনের মধ্যে গত কয়েকদিন আগে পার্শ্ববর্তী মধুরাপুর বাজারে কাটাকাটি জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে নূর জালালের আপন ভাই নূর মোহাম্মদ ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে নিহতের আত্মীয় স্বজন সংক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের ছয়জনকে আটক করেছে। তারা হল মালেক নূর, ওয়াজিদ নূর, রহিম, লোকমান, মুক্তাদির ও রামিম। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।