বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভ‚ঁইয়া জীবন ৫০ বছরে পা রেখেছেন গত রোববার। জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে করোনার মধ্যেই অন্তত ৩০ জায়গায় অনুষ্ঠানের আয়োজন করেছেন। পটকা ফুটিয়ে, কেক কেটে, মিষ্টি বিতরণ করে তার জন্মদিন পালন করা হয়।
করোনার মধ্যে এমন আয়োজন নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। ফেসবুক জন্মদিনের অনুষ্ঠানের ছবি প্রকাশ করায় এ নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তবে রাজনৈতিক কারণে এলাকার মানুষ এ নিয়ে মুখ খুলতে চাইছেন না। সবচেয়ে বেশি সমালোচনা হয় নয়নপুর এলাকায় ফটকা ফুটিয়ে কেক কাটা হলে। করোনা পরিস্থিতিতে মানুষ এ ধরণের আয়োজনে বিব্রতবোধ করেন। তবে চেয়ারম্যানের বাড়ি ওই এলাকাতে হওয়ায় কেউ মুখ খুলে কিছু বলতে চান নি। এদিকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কেক কাটার সময় ফটকা ফুটানো হলে ভর্তি থাকা রোগীদের মাঝে আতঙ্ক দেখা দেয়।
উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক এম. জি হাক্কানি বলেন, তিন-চারস্থানে কেক কেটে ও দোয়া পড়িয়ে জন্মদিন পালন করা হয়। তবে কোথাও পটকা ফুটানো হয়নি। ছাত্রলীগের নেতা-কর্মীরা বেশি উপস্থিত হয়ে যাওয়ায় সমস্যা দেখা দেয়। এ সময় কিছু করার ছিলো না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।