Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবিরহাটে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

কবিরহাট উপজেলায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০ শুরু হয়েছে। সারাদেশে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন এ অভিযান চলবে। এসময় মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। গতদকাল মঙ্গলবার উপজেলার সর্বত্র জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং, ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়। 

উপজেলা মৎস্য দফতর অনুষ্ঠানের আয়োজন করে। অভিযান চলাকালে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে আইন অমান্যকারীর সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, এ সময় প্রতিদিন হাট-বাজার পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ইলিশ সংরক্ষণ সফল করার জন্য উক্ত কার্যক্রমে সর্বসাধারণের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ