রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রূপালী আক্তার (১৫) নামে এক কিশোরী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। গত সোমবার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বেশ কিছু দিন আগে ওই গ্রামের রিপনের মেয়ে রূপালী আক্তারের সঙ্গে একই ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের সিদ্দিকের সৌদি প্রবাসী ছেলে আব্বাসের ফোনে বিয়ে হয়।
সম্প্রতি প্রবাসী আব্বাস দেশে আসবে বলে জানায় এবং প্রস্তুতি গ্রহণ করে।
এরই মধ্যে গত সোমবার রাতে অজ্ঞাত কারণে রূপালী আক্তার কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
অত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।
কালাপাহাড়িয়া ফাঁড়ি ইনচার্জ ওসি তবিদুর রহমান বলেন, ময়না তদন্তের রেজাল্ট আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।