Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলকের চিকিৎসায় সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

থ্যালাসোমিয়া মেজোর রোগে আক্রান্ত শিশু জুনায়েদ আহমদ পুলক (৭) বাঁচতে চায়। অন্য শিশুদের মতো সেও স্কুলে যেতে চায়, খেলতে চায়। কিন্তু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিশুটি। প্রতি মাসে দু’বার রক্ত দিতে হচ্ছে। কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বর্গপুর গ্রামের মোতালেব হোসেনের একমাত্র পুত্র পুলক।
তার জীবন বাঁচাতে পিতা তার সর্বস্ব বিক্রি করে চিকিৎসা করাচ্ছেন। বর্তমানে কলকাতা এ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন। ডাক্তার পরামর্শ দিয়েছেন তার বনমেরো পাল্টাতে হবে।
এতে ইন্ডিয়ার রুপি ১০ লাখ টাকার জরুরি প্রয়োজন। এ অপারেশনে ওই শিশুর পিতার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই পুলকের বাবা মো. মোতালেব হোসেন সমাজের হৃদয়বান, দানশীল, বিত্তবান, সহৃদয় ব্যক্তিদের ছেলের চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
মো. মোতালেব হোসেন
হিসাব নং ১৬৮.১০৩৯২০৯
ডাচ বাংলা ব্যাংক
কুষ্টিয়া শাখা।
মোবাইল ০১৭৩২-৪৯১৩৬৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ