Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী নিজেই ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন ও জিহাদ ঘোষনা করেছেন -খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ৫:৩৭ পিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাইনামিক। মানুষ যেটা চায় তিনি সেটা করেন। প্রধানমন্ত্রী নিজেই ধর্ষকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন এবং আন্দোলন শুরু করেছেন। তিনিই নারী আন্দোলনের ও নারী নেতৃত্বের পুরুধার। তিনিই জিহাদ ঘোষনা থেকে শুরু করে ধর্ষকের বিরুদ্ধে আইন পাশ করেছেন, নির্দেশনা দিচ্ছেন, আসামী ধরছেন এবং ইতিমধ্যেই মন্ত্রী সভায় মৃত্যুদন্ড আইন পাশ করেছেন এবং তা কার্যকর শুরু হয়ে গেছে বলে জানান তিনি।
তিনি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড়-১৯ সম্ভাব্য ২য় পর্যায়ে সংক্রমন মোকাবেলায় প্রস্তুুতি ও করনিয় এবং আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার এত কিছুর করার পরও যারা শেখ হাসিনার পদত্যাগ চায় এর সাথে পদত্যাগের কোন কারন বা ঘটনা নেই। এগুলো য়ারা বলেন তারা স্বার্থন্বেশি দল।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারনে স্বাস্থ্যখাতে যে দিক নির্দেশনা দিয়ে করোনাকে মোকাবেলা করেছেন এবং খাদ্যেও কোন ব্যত্যয় ঘটে নাই। করোনা ভাইরাস, বন্যা আম্পানসহ ৫টি দূর্যোগ মোকাবেলা করে খাদ্যের কারনে কোন মানুষ না খেয়ে মারা যায় নাই। এবং তার সুযোগ্য নেতৃত্বের কারনে অর্থনীতির চাকা আবার ঘুরে দাঁড়িয়েছেন।
এসময় মন্ত্রী শারদীয় দূর্গা পূজা উদযাপন সম্পের্কে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দূর্গাপূজা উৎসব সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব। জাতি ধর্ম,বর্ন নির্বিশেষে একাকার হয়ে যায়। করোন ভাইরাসের কারনে এবার স্বাস্থ্য বিধি মেনে ও মাস্ক পরিধান করে ছোট পরিসরে শুধুমাত্র দেবী মায়ের যে পূজা সেটাতেই আমার সিমাবন্ধ থাকতে চাই। এবং পূজার যে অর্থগুলো বিভিন্ন কাজে ব্যায় করে থাকি সে অর্থগুলো মানবতার সেবায় ব্যায় করতে চাই।
সভায় জেলা প্রশাসক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে সংসদ সদ্য ছলিম উদ্দির তরফদার, ভ’মি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারী, পুলিশ সুপার আব্দুল মান্নান, পৌর মেয়র নাজমুল হক সনি, পুজা উদযাপন কমিটির সভাপতি নির্মল কৃষন সাহা, সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, সিভিল সার্জন, তত্বাবধায়ক সহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তরা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ