Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতের স্মার্টফোন হয়ে যাবে ডিজিটাল ওয়ালেট

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : হাতের মুঠোফোনকে ওয়ালেট এ রূপ দিতে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো পে ৩৬৫ অ্যাপ। এই একটি অ্যাপের কারনেই হাতের স্মার্টফোন হয়ে যাবে ডিজিটাল ওয়ালেট। আইটি সলিউশন প্রতিষ্ঠান ফাইনটেক ও ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনায় নির্মিত পে ৩৬৫ অ্যাপটি ব্যবহার করা যাবে নগদ টাকা, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করার মত করেই। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদ, বেসিসের চেয়ারম্যান মোস্তফা জব্বার। প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সাথে দেশে প্রথম পেমেন্ট এপ্লিকেশন পে ৩৬৫ অ্যাপ লঞ্চ আমার জন্য আনন্দের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে পে ৩৬৫ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। স্মার্টফোনকে ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারায় লেনদেন সহজ ও দ্রæত করা সম্ভব হবে ফলে জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে।’অ্যাপটি ব্যবহারের পদ্ধতি নিয়ে ডাটা সফট এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, ‘যেকোনো স্মার্টফোনে অ্যাপটি ইন্সষ্টল করার পর একটি কার্ড নম্বর দিয়ে একবার সাইন আপ করলেই পরবর্তীতে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। তবে নিরাপত্তার জন্য প্রতিবার লেনদেনের সময় গোপন পিন নাম্বার ব্যবহার করতে হবে। যার ফলে ফোন হারিয়ে গেলেও অন্য কেউ পিন নাম্বার ছাড়া কোন তথ্য দেখতে অথবা লেনদেন করতে পারবে না। বর্তমানে ই কমার্স ব্যবসায় মীনা বাজার, আগোরা, ক্রীমসন কাপ, টাবাক, কোবে, টোকিও এক্সপ্রেস, হাঙ্গরী নাকী, বাগডুম ছাড়াও আরো অনেক প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করতে পারবে গ্রাহকেরা। ফাইনটেক লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহায়মিন মোস্তফা জানান, ‘পে ৩৬৫ অ্যাপটিতে ভিসা, মাষ্টারকার্ড, বাংলাদেশ ব্যাংকেরমত আর্ন্তজাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। এটা বাংলাদেশের প্রথম মোবাইল ওয়ালেট যা আমেরিকান মোবাইল ওয়ালেট, এ্যাপল পে, গুগল ওয়ালেট ও ভারতের রূপি ও পেটিম এর মত। পে ৩৬৫ ব্যবহারে লেনদেন খুব দ্রæততার সাথে করা যাবে ফলে জীবন যাত্রার মান আরো উন্নত হবে।’অনুষ্ঠানে জানানো হয়, পে ৩৬৫ অ্যাপটি মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে খুব সহজে ব্যবহার করা যাবে। অ্যাপটি ব্যবহার করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মত করে অর্থ লেনদেন করা যাবে। এই অ্যাপটি দিয়ে বর্তমানে ডাচ বাংলা ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকেরা কেনাটকাটা করতে পারবেন। তবে ক্রমান্বয়ে সব ব্যাংকের গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাতের স্মার্টফোন হয়ে যাবে ডিজিটাল ওয়ালেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ