রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জয়পুরহাট পৌর শহরের সবুজ নগর এলাকার এক গৃহবধূর গোসলের দৃশ্য ধারণ করে ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত সোহেল রানাকে শহরের আমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোহেল রানা পৌর এলাকার পাঁচুরচক সোনারপাড়া মহল্লার আবেদ আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, জয়পুরহাট পৌরসভার সবুজনগর এলাকার এক গৃহবধূর গোসল করার দৃশ্য গোসলখানার ভেন্টিলেটর দিয়ে সোহেল রানা গোপনে মোবাইল ফোনে ধারণ করে। পরে সেই ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সোহেল রানা ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেয়। বিষয়টি গৃহবধূর স্বামী জানার পর জয়পুরহাট সদর থানায় পর্ণোগ্রাফি আইনে মামলা করলে পুলিশ গত রাতেই প্রমাণসহ সোহেল রানাকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।