Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে সেবা ক্যাম্পেইন উদ্বোধন

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

কাপ্তাইয়ে সেবা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘গ্রাম হবে শহর’ এ শ্লোগানকে সামনে রেখে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে এ সেবা ক্যাম্পেইন গতকাল রাইখালী ইউডিসিতে উদ্বোধন করা হয়েছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত এই সেবা ক্যাম্পেইন চলবে।
২নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক ফিতা কেটে-এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব কালো বরন চাকমা, চন্দ্রঘোনা থানার এসআই সাগর দে, রাইখালী বøকে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুখেন তনচংগ্যা, ইউপি সদস্যা মাসানু মারমা, উনুচিং মারমা প্রমুখ।
এ সময় রাইখালী ইউডিসি পরিচালক বিশু তনচংগ্যা জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী ১১ নভেম্বর ইউডিসির ১০তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে এটু-আই ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ শুরু করেছে। তার মধ্যে এ মুজিব শতবর্ষে সেবা ক্যাম্পেইন অন্যতম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ