Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম কর্মশালা

কমলনগর (ল²ীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

ল²ীপুরের কমলনগরে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মানিক লাল বনিক, যুগ্ম-সচিব একেএম মাসুদুর রহমান ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল প্রমুখ অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পী, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, প্রেসক্লাব সভাপতি এমএ মজিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সচিব ও উদ্যোক্তারা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে যথাযথভাবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ