Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাকে হারিয়ে আবারও এক সঙ্গে অর্জুন মালাইকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ৭:৫৫ পিএম

করোনাকালীন সময়ে লকডাউন পর্বে একইসঙ্গে থাকছিলেন অর্জুন কাপুর ও তার থেকে নয় বছরের বড় গার্লফ্রেন্ড মালাইকা। মাস খানেক আগে করোনা আক্রান্ত হন দু'জনেই।

তাদের একসঙ্গে অসুস্থতার খবর নিয়ে অবশ্য হাসাহাসি, বিদ্রুপ, ঠাট্টা-তামাশা কম হয়নি পরিচিত মহলে। তবে আনন্দের খবর হল, দু’জনেই এখন সুস্থ ।

লকডাউনের সময় একইসঙ্গে থাকছিলেন অর্জুন এবং মালাইকা। এরপর তারা দুজনেই করোনায় আক্রান্ত হন। নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন ১৪ দিন।

সুস্থ হয়ে গৃহবন্দী সময় সম্বন্ধে শুভাকাঙ্ক্ষীদেরকে জানিয়েছিলেন মালাইকা-অর্জুন। করোনা পরবর্তীতে মালাইকাকে বেশ কয়েকবার দেখা গেলেও এই প্রথমবার অর্জুনকে দেখা গেল মালাইকাকে তাঁর বাড়িতে পৌঁছে দিতে । তবে গাড়ি থেকে তিনি নীচে নামেননি । তিনিই ড্রাইভ করছিলেন গাড়ি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ