Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনজীবী সতীশ মানশিন্ডের হুঙ্কার, ছাড়া হবে না অভিনেত্রীর অপমানকারিদের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ৭:১৪ পিএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তীকে দায়ী করে যারা ওঁর জীবনকে ধ্বংস করার চেষ্টা করেছে তাদেরকে ছাড়া হবেনা বলে জানিয়েছেন অভিনেত্রীর আইনজীবী সতীশ মানশিন্ডে।

তিনি বলেন, ‘‘আমি আগেই বলেছিলাম রিয়া চক্রবর্তী একবার জামিন পেয়ে গেলে আমরা এদের বিরুদ্ধে লড়াই শুরু করব।’’

তিনি আরো বলেন, দু’মিনিটের খ্যাতির জন্য ইলেকট্রনিক মিডিয়ায় ভুয়া খবর ছড়িয়েছে অনেকে। তাঁদের একটা তালিকা আমরা সিবিআইয়ের কাছে জমা দেব। এঁদের মধ্যে অনেকেই ভুয়ো মোবাইল রেকর্ডিংও পেশ করেছেন বলে জানান তিনি। তাঁর দাবি, এঁরা সকলেই মূলত ২৮ বছরের অভিনেত্রীকে অভিযুক্ত করার চেষ্টা করেছেন।

তদন্তের কাজে যাঁরা বিভ্রান্ত সৃষ্টি করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থার জন্য সিবিআইয়ের কাছে আরজি জানাবেন বলে জানিয়েছেন তিনি।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদক যোগের অভিযোগে প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের ২৮ দিন পর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন এই অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ