বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফের নোয়াখালীয়াপাড়া সংলগ্ন সমুদ্রে ডাকাতের কবল থেকে সাতজন বাংলাদেশী জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় অপহরণকারী পাঁচজন ডাকাত আটক করা হয়।
আটক সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম হায়াত ইবনে সিদ্দিক।
এসময় ওই নৌকায় তল্লাশি চালিয়ে দু’টি দেশি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, ১০টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র উদ্ধার করে এবং তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
আটক ডাকাতরা হলো বাকগুল্লা (২২), শুকুর (২০), রবি আলম (২২), নুরুল আমিন (৩০) ও শফি আলম (২০)।
এরা সবাই মিয়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে তারা।
জানা যায়, সোমবার ভোরে টেকনাফ কোস্টগার্ডের নিয়মিত টহল চলাকালীন নোয়াখালীপাড়া থেকে ১২ নটিক্যাল মাইল দূরে সমুদ্র থেকে ৫ জন অস্ত্রধারী ডাকাতকে আটক করে।
এসময় তাদের নৌকা থেকে ৭ জন বাংলাদেশি জেলেকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার বাংলাদেশি জেলেদের ডুবে যাওয়া একটি নৌকাও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সবাই টেকনাফের নোয়াখালীপাড়ার বাসিন্দা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।