বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর সদর উপজেলার জঙ্গলদী দক্ষিন পাড়ায় এক প্রতিবন্ধী কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে গৃহকর্তাসহ ৩জনের বিরুদ্ধে মামলা হয়েছে শেরপুর সদর থানায়। থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গৃহ কর্তাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শেরপুর সদর উপজেলার জঙ্গলদী দক্ষিন পাড়ায় মফিজুল ইসলাম (৩২) নামের এক গৃহকর্তা একই গ্রামের এক প্রতিবন্ধী মেয়েকে কাজের মেয়ে হিসেবে রাখে। কিন্তু নানা প্রলোভন দেখিয়ে ওই গৃহকর্তা প্রতিবন্ধী মেয়েটিকে বিভিন্ন সময় ধর্ষন করে। এক পর্যায়ে মেয়েটি ৩মাসের অন্তস্বত্বা হয়ে পড়ে।
বিষয়টি জানাজানি হয়ে গেলে মফিজুলের পিতা আলাল উদ্দিন ও অপর আত্মীয় আশরাফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য অসহায় মেয়েটির প্রতি চাপ সৃষ্টি করতে থাকে। খবর পেয়ে সদর থানার পুলিশ ওই ধর্ষিত মেয়েটিকে ১০ অক্টোবর উদ্ধার করে নাথায় আনেন এবং ডাক্তারি পরীক্ষাশেষে ধর্ষন ও আলামত বিনষ্টের চেষ্টার অভিযোগে গৃহকর্তা মফিজুলসহ ৩জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়। পুলিশ এ ঘটনায় গতকালই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গৃহকর্তা মফিজুলকে গ্রফেতার কর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।