Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপরে অগ্নিকান্ডে নারী মার্কেটের ৬ দোকান ভষ্মিভূত

মির্জাপুর (টাঙ্গাইল) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৮:৩৬ পিএম
টাংগাইলের মির্জাপুরে অগ্নিকান্ডে নারীদের মার্কেটের ৬ টি দোকানঘর পুড়ে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে ।
শনিবার রাতে উপজেলার বানাইল ইউনিয়নে মাঝালিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে মাঝালিয়া বাজারে ওমেন্স মার্কেট( নারীদের জন্য নির্মিত বাজার) একটি দোকানঘরে রাত আনুমানিক রাত নয়টার দিকে বৈদু্ত্যিক শক সার্কিট থেকে অগ্নিকান্ডের  সূত্রপাত ঘটে।
এক পর্যায়ে আগুন ঐ বাজারের  মিনু বেগম,সুলতানা বেগম,সাথী বেগম ও ফুলি বেগমের দোকানঘরে ছড়িয়ে পড়ে।পরে স্থানীয় লোক জন ও মির্জাপুর ও টাংগাইল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়নেত্রী আনতে সক্ষম হয়।বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:ফারুক খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন  অফিসার মো:আরিফুল ইসলাম জানান, মির্জাপুর ও টাংগাইল ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটের সদস্যরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানিয়েছেন ।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ