বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৩ মাসের মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে অনলাইন প্রেস ইউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখা। সন্ধ্যা সাড়ে ৫টায় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্মম মহামারীর মধ্যে ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়ন ও বলাৎকারের বিরুদ্ধে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এতে প্রধান বক্তা ছিলেন, অনলাইন প্রেস ইউনিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। সংহতি প্রকাশ করেন, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, সেভ দ্য রোড'র ভাইস চেয়ারম্যান ও ঢাকার নিউজ'র সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, অনলাইন প্রেস ইউনিটি তথ্য ও প্রযুক্তি উপকমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, কবি ও সাংবাদিক ফরিদা ইয়াসমিন সুমনা, কবি ও সংগঠক জাহাঙ্গীর ডালিম এবং জাতীয় সাংস্কৃতিক ধারার সহসভাপতি কবি আলতাফ হোসেন রায়হান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ইউনিটির নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাজ্জাদ হোসেন খোকন। এছাড়াও বক্তব্য রাখেন কন্ঠশিল্পী রিয়া খান, হাতিম বাদশা, জহিরুল হোসেন জুয়েল, মোহাম্মদ সুজন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।