Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় মামলায় হাজিরা দিতে এসে লাশ হয়ে বাড়ী ফিরল আজিম উদ্দীন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৫:৩৯ পিএম

নওগাঁয় মামলায় হাজিরা দিতে এসে লাশ হয়ে বাড়ী ফিরল আজিম উদ্দীন (৬০)। আজিম উদ্দীন জেলার মহাদেবপুর উপজেলার ভালাইন গ্রামের মৃত আরজ মোল্লার পুত্র। প্রত্যক্ষদর্শী আইনজীবি সহকারী আসলাম উদ্দীন জানান, রবিবার সকাল সাড়ে ৯ টার সময় আজিম উদ্দীন নওগাঁ আদালতে মামলার হাজিরা দিতে এসে জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত নং-১ এর পাশে টয়লেট ব্যবহার করে উক্ত আদালতের সামনে বেঞ্চে বসে পড়ে। এ সময় বসা অবস্থায় বেঞ্চ থেকে উপুড় হয়ে পড়ে যায়। সাথে সাথে আইনজীবি সহকারী আসলাম তাকে উঠাতে গেলে মুখমন্ডল থেকে রক্ত বের হতে থাকে এবং সে মারা যায়। ওই অবস্থায় মাথায় পানি ঢালতে থাকে। তারপরও আর জ্ঞান ফিরে আসে নাই বলে জানান তিনি। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তার কাছে ব্যাগে থাকা জমির কাগজপত্র এবং ঠিকানা লেখা থাকায় বাড়ীতে খবর দিলে পরিবারের লোকজন আদালতে আসে। ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করেছে। তার পকেট থেকে এক হাজার চার শত পঞ্চাশ টাকা পাওয়া যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে তিনি ধারনা করছেন, ষ্ট্রোক করে মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেও সঠিক কারন জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ