বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এসব সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। যা বিশ্বে অবাক করার মতো। তিনি বলেন, দেশে ১০৩টি প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবার জন্য সাব স্টেশন স্থাপন করা হয়েছে। এখন দেশের প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য সেবা কেন্দ্র স্থাপন করার কাজ চলছে। রোববার সকাল সাড়ে ১০টায় সিলেটের বিশ্বনাথ আলী আমজদ কলেজে উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামের প্রন্ধিদের মাঝে নগদ অর্থ ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সচিব বলেন, বিগত ১০ বছর আগে প্রতিবন্ধিদেরকে অন্য চোখে দেখা হতো। তিনি বলেন, বিশ্বে প্রতিবন্ধির সংখ্যা শতকরা আট ভাগ। আমাদের দেশে তার চেয়ে অনেক কম। তবুও প্রধানমন্ত্রী আরও কমানোর জন্য আন্তরিকভাবে কাজ করছেন। জয়নুল বারী বলেন, বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬টি নির্দেশনা দিয়ে তা বাস্তবায়নের জন্য তিনি নিজে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি সেবা কেন্দ্র ও অস্থায়ীভাবে একটি প্রতিবন্ধি স্কুল চালু করা হয়েছে। এছাড়া গ্রামের ড্রেনেজ ব্যবস্থা, সুপ্রিয় পানির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। উপজেলা প্রশাসন ও জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের যুব সচিব শেখ হামিম হাসান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পরিচালক সন্ধিপ কুমার সিংহ। উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা, স্থানীয় চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে ৫০জন প্রতিবন্ধি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে ও ৭১জন প্রতিবন্ধিকে সহায়ক উপকরণ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।