পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ধারালো ছুরিকাঘাতে শয়ন (১৭) নামে এক শ্রমিকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দিকে কামরাঙ্গীরচর হাসান নগর এলাকায় আপন বুটিকস নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে। পরে শয়নের সহকর্মীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত তরুণের সহকর্মী সিরাজ এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকেই সিরাজ পলাতক রয়েছে।
ঢামেকে নিহতের সহকর্মী হৃদয় জানান, কামরাঙ্গীরচর এলাকার হাসান নগর এলাকায় এক নম্বর গলিতে অবস্থিত আপন বুটিকসে কাজ করেন তারা। ওই কারখানার শ্রমিক সিরাজের সঙ্গে কোনো বিষয় নিয়ে শয়নের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজ ক্ষিপ্ত হয়ে শয়নকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শয়নের বোন বৃষ্টি আক্তার। তিনি জানান, তার বাবার নাম বিপুল আহমেদ। তাদের গ্রামের বাড়ি শেরপুর শ্রীবরদী উপজেলায়। এখন কামরাঙ্গীরচর মুন্সিহাটি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। এ হত্যাকান্ডের বিষয়ে তিনি কিছুই জানে না। তবে, শয়ন দুই সপ্তাহ ধরে ওই কারখানায় চাকরি নিয়েছেন বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।