Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজধানীতে পোশাক শ্রমিক খুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর আদাবরে নাজমুল হক (২৮) নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মানিবাগ পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল পাওয়া যায়নি। তাই তিনি ছিনতাইকারিদের ছুরিকাঘাতে মারা গেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

নিহত নাজমুল দুই শিশু সন্তানের বাবা। স্ত্রী-সন্তানদের নিয়ে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান পাশে মিনা হাইজিং এলাকায় থাকতেন। আদাবর এলাকায় একটি গার্মেন্টস এ সুপার ভাইজার ছিলেন।
জানা যায়, গত শনিবার রাতে পোশাক কারখানা থেকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে আদাবর বেড়িবাঁধ এলাকায় এলোপাথারি ছুরিকাঘাতে আহত হন নাজমুল। পরে তাকে রক্তাক্ত অবস্থায় শহীদ সোহরায়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদাবর থানার এসআই নওশেদ আলী জানান, কারা তাকে হত্যা করেছে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
আদাবর থানার ওসি সাহিদুজ্জামান জানান, নিহতের সঙ্গে কারো দ্ব›দ্ব ছিল না বলে পরিবার জানিয়েছে। পূর্বের কোনো দ্বন্দ্ব নাকি ছিনতাইকারির ছুরিকাঘাতে মারা গেছে নাজমুল তা তদন্তে পরে জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোশাক-শ্রমিক-খুন

১ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ