Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে আইনজীবীদের নির্মাণাধীন ভবন অপসারণ শুরু

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সামনে আইনজীবীদের জন্য নির্মাণাধীন অর্ধ-নির্মিত ভবন অপসারণের কাজ শুরু হয়। গত ২৫ জুলাই সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ আইনজীবীদের জন্য নির্মাণাধীন ঐ ভবন দুই সপ্তাহের মধ্যে অপসারণের আদেশ দেন।
সূত্র যানায়, গত বছরের নভেম্বর মাসে গণপূর্তের জায়গায় অনুমতি ছাড়াই লক্ষ্মীপুর আইনজীবী সমিতি বহুতল ভবন নির্মাণের কাজ শুর করে। ভবন নির্মাণকে কেন্দ্র করে লক্ষ্মীপুর আইনজীবী সমিতি ও জেলা জজের সাথে মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়। আদালত ভবনে ভাঙচুরের ঘটনাও সংঘটিত হয়। চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় এক সপ্তাহ কোর্ট বর্জন করেছিলেন আইনজীবীরা। চলতি বছরের শুরুতে লক্ষ্মীপুর সফরে যাওয়ার পর প্রধান বিচারপতি, বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ নিয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠকও করেন। ওই সময় এ ভবন নির্মাণ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। কিন্তু তারপরও নির্মাণ কাজ অব্যাহত থাকায় সুপ্রিম কোর্টের এক কর্মচারী রিট করেন।এ রিটের শুনানি শেষে হাইকোর্ট ভবনটিকে অবৈধ বলে রায় দেন। তবে ভবনটি যে কোনো কাজে ব্যবহার করার কথা বলেন। এরপর হাইকোর্টের এ রায়ের বিষয়ে লিভ টু আপিল করা হয়। আপিলের শুনানির এক পর্যায়ে দুই সপ্তাহের মধ্যে ভবনটি ভাঙতে নির্দেশ দেয় আপিল বিভাগ
শনিবার সকালে আইনজীবীদের জন্য নির্মাণাধীন অর্ধ-নির্মিত ভবন অপসারণের কাজ শুরু হলে সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহ নেওয়াজ, লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ