Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিপসের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষনের চেষ্টায় থানায় মামলা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ৯:১৮ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পশ্চিম কুসুমপুর গ্রামে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার রাত ৮ টার সময় সিরাজদিখান থানায় প্রতিবেশী আওলাদ হোসেনের বিরুদ্ধে (৫৫) এ মামলা রুজু হয়। আওলাদ লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। সে তার শশুর বাড়িতেই থাকতো দির্ঘদিন ধরে। সিরাজদিখান থানার ওসি রেজাউল হক দীপু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গেল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪ টার দিকে শিশুকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী আওলাদ শিশুটিকে তার বসত-ঘরে নিয়ে যায়। দীর্ঘ সময় ধরে শিশুকে নিজ ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে শিশুর নাম ধরে ডাকাডাকি করলে প্রতিবেশী আওলাদ শিশুকে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে শিশুর কান্নাকাটিতে স্বজনদের সন্দেহ হলে আজ দুপুরে ধর্ষন চেষ্টার অভিযোগে শিশুর মা সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেন। সংশ্লিষ্ট থানার ওই ওসি বলেন, এটা ধর্ষণের ঘটনা নয়। ওই শিশুর শরীরে গায়ে হাত দিয়েছে। বিভিন্ন অঙ্গভঙ্গি করেছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষন চেষ্টার মামলা রুজু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ